স্পেন: সমুদ্রে অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর দায়ে ২ পাচারকারীর ৯ বছর করে কারাদণ্ড

মরক্কোর চার অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর দায়ে দুই মানবপাচারকারীকে নয় বছর করে কারাদণ্ড দিয়েছে স্প্যানিশ ছিটমহল সেউটার একটি আদালত৷ ১৮ জুলাই সেউটার প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, দোষ স্বীকার করে দেয়া অভিযুক্ত দুই পাচারকারীর আত্মপক্ষ সমর্থনের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে কোনো বিচার ছাড়াই এই সাজা দেয়া হয়েছে৷

২০২৩ সালে উত্তর আফ্রিকার সংলগ্ন স্প্যানিশ ছিটমহল সেউটায় পৌঁছাতে একটি নৌকায় করে রওনা হয়েছিলেন মানবপাচারকারীরা ছাড়া মোট নয় ব্যক্তি৷ সেউটার কাছাকাছি আসার পর আটলান্টিক মহাসাগরে প্রচণ্ড বেগে বাতাস বইতে শুরু করে৷ তখন সেই নৌকায় থাকা নয় জনকে সমুদ্রে লাফিয়ে পড়ে সাঁতার কেটে তীরে পৌঁছাতে বাধ্য করে অভিযুক্ত দুই মানবপাচারকারী৷ পাঁচ জন সফল হলেও পানিতে ডুবে মারা যান মরক্কোর চার নাগরিক৷ ঘটনার কয়েকদিন পর তাদের মরদেহ উদ্ধার করা হয়৷

ওই ঘটনায় দোষী সাব্যস্ত করে দুই মানবপাচারকারীর প্রত্যেককে নয় বছরের কারাদণ্ড দিয়েছে আদালত৷ তাদের একজন মরোক্কোর নাগরিক অপরজন সেউটার৷ দোষী সাব্যস্ত দুই পাচারকারীকে ক্ষতিপূরণ হিসাবে মারা যাওয়া চার ব্যক্তির প্রত্যেকের পরিবারকে দুই লাখ পাঁচ হাজার ইউরো ক্ষতিপূরণ দেয়ারও নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটররা৷

দুই পাচারকারীর প্রত্যেকের বিরুদ্ধে অবহেলাজনিত হত্যাকাণ্ড এবং বিদেশি নাগরিকদের অধিকার খর্ব করার অভিযোগ আনা হয়েছিল৷ ১৭ জুলাই আত্মপক্ষ সমর্থন করে দোষস্বীকার করে নেয়ার আগে পাচারকারী দুই জনের প্রত্যেককে ৩২ বছরের কারাদণ্ড দেয়ার অনুরোধ জানায় প্রসিকিউটররা৷

অভিবাসনপ্রত্যাশীদের সমুদ্রে ঝাঁপ দিতে বাধ্য করার কয়েক মিনিট আগে রেকর্ড করা কিছু ভিডিওর সন্ধান পায় স্প্যানিশ সিভিল গার্ড পুলিশের একটি দল৷ সেই ভিডিওগুলোকে মামলার আলামত ধরে তদন্তের পর ২০২৩ সালের মার্চ মাসে সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়৷

আরেকটি ঘটনায়, গত নভেম্বরে পাঁচ জন অভিবাসীর মৃত্যুর দায়ে তিন জনকে গ্রেপ্তার করেছে স্প্যানিশ পুলিশ৷ স্পেনের মূল ভূখণ্ডের দক্ষিণ উপকূলে এই ঘটনাটি ঘটে৷ ওই ঘটনায় সন্দেহভাজন পাচারকারীরা অভিবাসনপ্রত্যাশীদের নৌকা থেকে লাফ দিতে বাধ্য করে৷ যারা রাজি হয়নি তাদের ছুরিকাঘাত করার হুমকি দেয়া হয়৷

মরক্কো থেকে উত্তর আফ্রিকার কাছের স্প্যানিশ ছিটমহল সেউটা বা মেলিলায় ঢুকতে বেশিরভাগ অভিবাসনপ্রত্যাশী বিশাল সীমান্ত বেড়া অতিক্রম করার চেষ্টা করেন৷

পশ্চিম আফ্রিকার দারিদ্র্য, সংঘাত এবং অস্থিতিশীলতা থেকে পালিয়ে সাব-সাহারা অঞ্চলের দেশগুলো থেকে হাজার হাজার অভিবাসী প্রতি বছর নৌকায় করে স্পেনে পৌঁছানোর চেষ্টা করেন৷ বেশিরভাগই মাছ ধরার নৌকা নিয়ে আটলান্টিকের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছান৷ ঝুঁকিপূর্ণ যাত্রায় অগুণতি মানুষকে মেনে নিতে হয় মৃত্যু৷

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ বছরের ১ জানুয়ারি থেকে ১৫ এপ্রিলের মধ্যে নৌকায় করে ১৬ হাজার ৬২১ জন অভিবাসনপ্রত্যাশী দেশটিতে পৌঁছেছেন৷ গত বছরের একই সময়ের তুলনায় ১১ হাজার ৬৮১ জন বেশি অভিবাসনপ্রত্যাশী এবার ইউরোপের দেশটিতে এসেছেন৷ তাদের বেশিরভাগই আটলান্টিক পাড়ি দিয়ে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন৷