রোমানিয়ার উপকূলে ডুবে গেছে একটি কার্গো জাহাজ। ওই জাহাজে থাকা তিন সিরীয় নাবিকের খোঁজ পেতে কৃষ্ণ সাগরে অভিযান চালাচ্ছে দেশটির নৌবাহিনী।
শনিবার (১৮ মে) সকালে ‘মোহাম্মদ জেড’ নামের বিশালাকৃতির এ জাহাজটি রোমানিয়ান শহর সান্তু জর্জে থেকে ২৬ নটিক্যাল মাইল দূরে ডুবে যায়। ওই সময় জাহাজটিতে ১১ জন ক্রু ছিলেন। যার মধ্যে নয়জন সিরিয়ার এবং দুজন মিসরের নাগরিক।
জাহাজটি তানজানিয়ার পতাকা নিয়ে চলছিল বলে এক বিবৃতিতে জানিয়েছে রোমানিয়ার নৌবাহিনী।
তারা আরও জানিয়েছে, ভোর ৪টার দিকে দুর্ঘটনা সম্পর্কে জানতে পেরে ঘটনাস্থলে নৌ সেনা ও পুলিশ সদস্যদের পাঠানো হয়। ওই সময় কাছাকাছি থাকা দুটি বাণিজ্যিক জাহাজও উদ্ধার অভিযানে অংশ নেয়।
জাহাজের ৮ নাবিককে কাছে থাকা একটি বাণিজ্যিক জাহাজই উদ্ধার করে। কিন্তু তিনজন নিখোঁজ হয়ে যান। এই তিনজনের সবাই সিরিয়ার নাগরিক।
কীর কারণে জাহাজটি ডুবে গেলো সেই তথ্য এখনো জানা যায়নি।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরুর পর কৃষ্ণসাগরে অসংখ্য মাইন স্থাপন করা হয়েছে। যেগুলো বাণিজ্যিক জাহাজের জন্য বড় হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। কৃষ্ণ সাগরের সঙ্গে সীমান্ত থাকা দেশগুলো মাইনগুলো সরাতে কাজ করছে।
রুশ বাহিনী ইউক্রেনের বন্দর বন্ধ করে দেওয়ায় রোমানিয়ার দানুবে বন্দরটি শস্য পরিবহণের প্রধান হাবে পরিণত হয়েছে।