সাবেক সাংসদ সেলিমা আহমাদ মেরীর সাথে পর্তুগাল আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ১৬ মে পর্তুগালের রাজধানী লিসবনের লিটন টার্কিশ গ্রিল নামক রেস্তোরাঁয় এ আয়োজন করা হয়।
পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিমের সভাপতিত্বে ও পর্তুগাল আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলওয়ার হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।
সম্মানিত অতিথি হিসেবে বিশেষ বক্তব্য রাখেন লিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ।
আরও বক্তব্য রাখেন পর্তুগাল আওয়ামী লীগের সহ সভাপতি মহসিন হাবিব ভূঁইয়া, মিজানুর রহমান মোল্লা, এমরান ভূঁইয়া, জামাল ফকির, আওয়ামী লীগের সাবেক নেতা নুরুল আমিন সাকিলসহ আরও অনেকে।
অতিথিরা পর্তুগালের আবহাওয়া নিয়ে ভূয়সী প্রশংসা করেন এবং পর্তুগালকে ব্যবসার জন্য সম্ভাবনাময় দেশ হিসেবে আখ্যায়িত করেন।
মতবিনিময় সভায় আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে নৈশভোজে অংশ নেন আগতরা।