পর্তুগালে “ফালকোয়েস” ক্রিকেট ক্লাবের জার্সি উন্মোচন

পর্তুগাল প্রথম বিভাগীয় ক্রিকেট লীগের অন্যতম শক্তিশালী দল ফালকোয়েস ক্রিকেট ক্লাব এর জার্সি উন্মোচন করা হয়েছে। রোয়েল স্পাইসি এর সোজন্যে রাজধানী লিসবনের রোয়েল স্পাইসি রেষ্টুরেন্টে দলটির জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়।

ফেলকোয়েস ক্রিকেট ক্লাবের অধিনায়ক রাইহান হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব্য ও স্থানীয় রাজনীতিবিদ রানা তাছলিম উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিসবন বিশ্ববিদ্যালয়ের গবেষক ও পিএইচডি ফেলো জহুরুল ইসলাম মুন, রোয়েল স্পাইসি এর কর্নধার সোহেল হোসেন, ব্যাবসায়ী জিল্লুর রহমানসহ অনেকে।

বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব্য ও স্থানীয় রাজনীতিবিদ রানা তাছলিম উদ্দীন বলেন, দীর্ঘদিন দিন থেকে আপনারা খেলাধুলা করছেন । একত্রে আছেন, আপনাদের আরো একত্রিত হতে হবে। নতুনদের সুযোগ দিতে হবে এবং কাছে টানতে হবে। এই ধারা অব্যাহত থাকলে আপনারা সফল হবেন। আগামীতে  পর্তুগালের জাতীয় দলে বাংলাদেশীরা প্রতিনিধিত্ব করবেন ও নেতৃত্ব দিবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, ইতোমধ্যে কয়েকজন বাংলাদেশি পর্তুগালের জাতীয় দলে খেলছে।