একক ভিসায় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ

ইউরোপীয় দেশগুলোতে ভ্রমণের শেনজেন ভিসার মত উপসাগরীয় দেশগুলোতেও একক ভিসা চালু হতে যাচ্ছে চলতি বছরের শেষ নাগাদ; ফলে পর্যটকদের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে ট্র্যাভেল এজেন্সিগুলো।

খালিজ টাইমস জানিয়েছে, এক ভিসায় উপসাগরীয় ছয়টি দেশ ভ্রমণের এই সুযোগ দিতে চালু হচ্ছে ‘জিসিসি ট্যুরিস্ট ভিসা’ বা ‘জিসিসি গ্রান্ড ট্যুর’। পর্যটকদের আকৃষ্ট করতে ট্র্যাভেল এজেন্সিগুলো এরইমধ্যে বিভিন্ন প্যাকেজ সাজিয়ে ফেলেছে।

যেমন- একটি প্যাকেজে তিন দেশে ভ্রমণ, দুই রাত যাপন ও দর্শনীয় স্থানগুলোতে পরিদর্শনের সুযোগ রয়েছে। এর জন্য খরচ পড়বে ৪ থেকে ৫ হাজার দিরহাম বা তার বেশি।

গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে উপসাগরীয় দেশগুলোর পর্যটন মন্ত্রী পর্যায়ের আলোচনার সময় কর্মকর্তারা বলেছিলেন, ‘জিসিসি গ্রান্ড ট্যুর’ ভিসা চালু হতে পারে এ বছরের শেষ নাগাদ। এই ভিসায় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, ওমান, কাতার ও সৌদি আরবে ভ্রমণের সুযোগ থাকবে।

এ ভিসার মাধ্যমে উপসাগরীয় দেশগুলোর পর্যটনের ইতিবাচক পরিবর্তন ঘটাবে বলে মনে করেন ট্রাভেল টেকনলোজি কোম্পানি এক্সপেডিয়ার গ্লোবাল মার্কেট ভাইস-প্রেসিডেন্ট রেহান আসাদ।

খালিজ টাইমসকে তিনি বলেন, ইউরোপ যখন শেনজেন ভিসা চালু করেছিল, তখন সেটি ওই অঞ্চলের পর্যটন খাতকে প্রসারিত করে। বিভিন্ন দেশে মানুষকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে প্রবেশের সুযোগ দেয় শেনজেন ভিসা।

“সংযুক্ত আরব আমিরাতের মানুষ সৌদি আরব ও ওমান ভ্রমণ করতে পছন্দ করে। বিপরীতে এ দুটি দেশের মানুষ আরব আমিরাত ভ্রমণ করতে ভালোবসে। তাই এই নতুন ভিসা আন্তঃদেশীয় ভ্রমণ ও পর্যটনকে আরও বাড়াবে।”

তবে মানুষ কী চায়, তা বুঝতে সমীক্ষা চালানোর কথা বলেছেন মার্কিন কোম্পানি এক্সপেডিয়ার কর্মকর্তা রেহান আসাদ।

তার ভাষ্য, “মানুষ জিসিসি সফরে সুবিধা চায়। আমরা দেখেছি, একটি পরিবার কোন দেশে ভ্রমণ করবে, কোন হোটেলে থাকবে, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ৮-১৪ বছর বয়সী শিশুরা।

“আমরা এক কোটি মানুষের মধ্যে জরিপ চালিয়েছি। ফলে তাদের চাহিদা অনুযায়ীই প্যাকেজগুলো তৈরি করব। প্যাকেজ হবে এমন, যেখানে হোটেল, গাড়ি এবং ভ্রমণ কার্যক্রম যুক্ত থাকবে।

উপসাগরীয় দেশগুলোর মধ্যে আরব আমিরাত ও সৌদি আরবকে অগ্রাধিকারে রেখে প্যাকেজ সাজানোর কথা জানিয়েছেন রেহান আসাদ। প্যাকেজগুলো একেবারে বাঁধাধরা হবে না, বরং সুবিধা বেছে নেওয়ার সুযোগ থাকবে।

জিসিসির একক ভিসাকে স্বাগত জানিয়ে ভ্রমণ কোম্পানি ‘ট্রাভেজির’ সহযোগী নির্বাহী আনাস আনান বলেন, উপসাগরীয় দেশগুলোর ভ্রমণ ও পর্যটন খাতের জন্য এই ভিসা বিশাল সুযোগ তৈরি করবে।

“একজন ব্যক্তির একটি দেশে ভ্রমণ খরচ দেড় হাজার দিরহাম থেকে শুরু করে ভ্রমণ প্যাকেজগুলো সাজানো হবে। এর মধ্যে বিমান ভাড়া ও দর্শনীয় স্থানগুলো পরিদর্শনের সুযোগ থাকবে। মূলত উপসাগরীয় দেশগুলোর ভ্রমণ মৌসুম কিংবা অন্য সাধারণ সময়ের ওপর খরচের বিষয়টি নির্ভর করবে।”

আনাস বলেন, আরব আমিরাত, কাতার ও সৌদি আরব দুদিন থাকার জন্য ৪-৫ হাজার দিরহাম খরচ হতে প্রায়। এর মধ্যে থাকবে বিমান যাতায়াত, হোটেল এবং এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার খরচ।