ফিলিস্তিনের পক্ষে এবার অস্ট্রেলিয়ায় বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের পর এবার অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ শুরু করেছেন। সিডনি বিশ্ববিদ্যালয়ে শুক্রবার (৩ মে) বিক্ষোভ দেখিয়েছেন শিক্ষার্থীরা।

বিক্ষোভকারীদের দাবি, ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট ওই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সম্পর্ক ছিন্ন করতে হবে। একই দাবিতে যুক্তরাষ্ট্র, কানাডা এবং ফ্রান্সের শিক্ষার্থীরাও বিক্ষোভ করেছেন।

সিডনিতে বিক্ষোভে অংশ নেন তিন শতাধিক শিক্ষার্থী। সিডনি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মার্ক স্কট স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, “ফিলিস্তিনপন্থি বিক্ষোভ ক্যাম্পাসে চলতে পারে। এখানে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের মতো সহিংসতা দেখা যায়নি।”

বিক্ষোভের সময় সিডনি বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে পুলিশের কয়েকটি গাড়ি দেখা গেছে। তবে বিক্ষোভের স্থানে পুলিশ ছিল না।

ইসরায়েলের মিত্র হিসেবে পরিচিত অস্ট্রেলিয়া। তবে সম্প্রতি গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের সমালোচনাও করছে দেশটি।

এর আগেও ফিলিস্তিনের পক্ষে অস্ট্রেলিয়ায় আন্দোলন কর্মসূচি হয়েছে। তবে এবার মূলত যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের বিক্ষোভে অনুপ্রাণিত হয়ে নতুন করে বিক্ষোভ দেখাচ্ছেন শিক্ষার্থীরা।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, গেল দুই সপ্তাহ ধরে অস্ট্রেলিয়ার প্রধান প্রধান নগরীর বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা ঘাঁটি গেড়ে ইসরায়েলবিরোধী কর্মসূচি করছেন। সিডনি বিশ্ববিদ্যালয়েও ফিলিস্তিনপন্থিরা জড়ো হয়ে শিবির স্থাপন করেছেন। এছাড়া, মেলবোর্ন, ক্যানবেরা এবং অস্ট্রেলিয়ার অন্যান্য শহরগুলোতে একই ধরনের শিবির স্থাপন করেছেন তারা।

তবে যুক্তরাষ্ট্রের মতো অস্ট্রেলিয়া পুলিশ এখনও বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। পুলিশের উপস্থিতিতে সেখানে শান্তিপূর্ণ বিক্ষোভ হয়েছে।