পাকিস্তানে তিন দিনের সফরে গতকাল সোমবার ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তার এই সফর উপলক্ষে পুরো ইসলামাবাদকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। এমনকি নিরাপত্তা সতর্কতা হিসেবে শহরটির প্রধান সড়কগুলোতেও যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
সম্প্রতি এই দুই প্রতিবেশী মুসলিম দেশ একে অপরের বিরুদ্ধে সামরিক হামলা চালিয়েছিল। ইরানি প্রেসিডেন্টের এই সফরের মাধ্যমে দুই প্রতিবেশী দেশই চাইছে ক্ষতিগ্রস্ত সম্পর্ক মেরামত করতে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইরানি প্রেসিডেন্টের সঙ্গে তার স্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী, মন্ত্রিসভার অন্যান্য সদস্য ও গুরুত্বপূর্ণ জ্যেষ্ঠ কর্মকর্তারাও রয়েছেন। এ সফরে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং অন্য কর্মকর্তাদের সঙ্গেও দেখা করবেন। ইসলামাবাদের বাইরে ইব্রাহিম রাইসির পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোর ও দক্ষিণের বন্দর নগরী করাচি পরিদর্শনের কথা রয়েছে।
ইরানের প্রেসিডেন্ট এমন সময় পাকিস্তান সফরে এসেছেন যখন দেশটির সঙ্গে ইসরায়েলের উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। এমনকি দুই দেশের সরাসরি সংঘাতের ঝুঁকিও সৃষ্টি হয়েছে। শেহবাজের সঙ্গে রাইসির বৈঠকে এই বিষয়টি ওঠে আসতে পারে।
সূত্র: রয়টার্স