এফডিসিতে শিল্পীদের হামলায় খবরের কাগজের ২ সাংবাদিক আহত

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) সাংবাদিকদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে দৈনিক খবরের কাগজের দুজন সাংবাদিকসহ প্রায় ২২ জন সাংবাদিক আহত হয়েছেন। মিশাডিপজল প্যানেল আয়োজিত দোয়া মাহফিলের পর এই হামলার ঘটনা ঘটে। 

মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে। এতে দৈনিক খবরের কাগজের বিনোদন প্রতিবেদক মিঠুন আল মামুন ও ক্যামেরাপারসন আরমান আফ্রাদ গুরুতর আহত হয়েছেন। আরমানের মাথায় গুরুতর আঘাত লেগেছে। আঘাতের কারণে তার মাথায় ৮টি সেলাই দেওয়া হয়েছে। মাথা থেকে অনেক রক্তক্ষরণ হয়েছে বলে জানা গেছে। আহত অন্য সাংবাদিকদের কারও হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থান জখম হয়েছে। পরে আহতদের সহকর্মীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এফডিসির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আহতদের সহকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। তারা বিষয়টি সুরাহা করার চেষ্টা করেন। এ ঘটনায় প্রযোজক আরশাদ আদনানকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিষয়টি জানতে চাইলে দৈনিক খবরের কাগজের বিনোদন প্রতিবেদক মিঠুন আল মামুন জানান, বিকেল সাড়ে ৫টার দিকে এফডিসির বাগানের সামনে তিনিসহ তার ক্যামেরাপারসন আরমান নায়িকা ময়ূরীর সাক্ষাৎকারের জন্য যান। সেখানে গেলে খল অভিনেতা জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতা শিবা সানু মদ্যপ অবস্থায় মামুনের কাছে জানতে চান তিনি নায়িকা ময়ূরীকে চিনেন কি-না? মামুন জানান, ‘‌তিনি ময়ূরীকে চেনেন।’ এ কথা বলার পর শিবা সানু মামুন ও আরমানকে বলেন যে, তারা এখান থেকে যাতে দ্রুত চলে যান। মামুন শিবা সানুর শারীরিক ও মানসিক অবস্থা বুঝে বলেন যে, ঠিক আছে তারা চলে যাচ্ছেন। এ সময় নিউজ টুয়েন্টিফোরের এক ক্যামেরাম্যান শিবা সানুর এমন কথার প্রতিবাদ জানান। তারা এখানে পেশাগত কাজে এসেছেন বলে জানান। এ কথা শোনার পর শিবা সানু আরও ক্ষেপে যান। এ সময় তিনি উপস্থিত সবাইকে মারধর করা শুরু করেন। এ সময় কিছু দূরে থাকা কথিত নায়ক জয় চৌধুরী ও আলেক জান্ডার বো এসে সাংবাদিকদের ওপর হামলা করেন। পরে এফডিসিতে থাকা অন্যান্য লোকজন সাংবাদিকদের ওপর হামলা চালান। হামলায় এফডিসির ফাইট ডিরেক্টররাও অংশ নেন। মিঠুন আল মামুন বলেন, ‘আমাদের একটি ক্যামেরা ভাঙচুর করা হয়েছে এবং আমার মোবাইল ফোন হারিয়ে গেছে।’

এফডিসি সূত্রে জানা গেছে, এ ঘটনায় প্রযোজক আরশাদ আদনানকে প্রধান করে ১১ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিতে ৫ জন সাংবাদিক ও ৫ জন শিল্পী আছেন। এ ঘটনায় দোষীদের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়াসহ ৫ দফা দাবি করেছেন আহত সাংবাদিকদের সহকর্মীরা।

এ বিষয়ে যোগাযোগ করা হলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. মশিউর রহমান রাতে জানান, এফডিসির অবস্থা এখন শান্তিপূর্ণ। সেখানে পুলিশ মোতায়েন আছে। কেউ থানায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।