জামালপুর প্রতিনিধি
জামালপুরে প্রথম দফা উপজেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। মঙ্গলবার জেলা নির্বাচন কার্যালয় থেকে জামালপুর সদর ও সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। জামালপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিজন কুমার চন্দ, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: হাফিজুর রহমানসহ ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন নির্বাচনে লড়বেন। এদিকে সরিষাবাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: রফিকুল ইসলামসহ দুই জন নির্বাচনে প্রতিদ্বন্দীতা করছেন। তাছাড়াও ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দীতা করছেন। আগামী ৮ মে ইলেক্ট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে এই দুই উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।