লন্ডন প্রবাসীদের সংগঠন জামালপুর জেলা সমিতি ইউকে’র ২০২৪-২০২৭ সাল মেয়াদের ৫১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি সম্প্রতি গঠিত হয়েছে। নতুন কমিটিতে অ্যাডভোকেট সৈয়দ শামীম জামানকে সভাপতি ও হাশমী কবিরকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া ১৫ সদস্যের একটি উপদেষ্টা পরিষদও গঠিত হয়েছে।
জামালপুর জেলা সমিতি ইউকে’র কার্যনির্বাহী কমিটির অন্য কর্মকর্তারা হলেন- সিনিয়র সহসভাপতি মকবুল হোসেন মুকুল, সহসভাপতি আশরাফ পারভেজ , মাহবুব মুকুল, আবু সাঈদ তালুকদার, আলম খান বাবু , শফিকুল ইসলাম লিটন, আলেকজান্ডার, সাহাদত হোসেন, আনজুমান আরা আনজু , ইলিমা আফরোজ লিলিয়ান, শাহীনা ইয়াসমিন সীমা, সাধারণ সম্পাদক হাশমী কবির, সিনিয়র যুগ্ম সম্পাদক নাদিরা পারভীন, যুগ্ম সম্পাদক মাহবুব ই আলম আদনান, পিপলু খান, মশিউর রহমান, এস এম সাফি, আমিনুল ইসলাম রতন, নাহিদ আফরোজ স্মৃতি, সহকারী সম্পাদক জেবুন নাহার মল্লিকা, রোকেয়া বেগম সুমি, হালিমা আকতার বৃষ্টি, কোষাধ্যক্ষ রোকসানা শিল্পী, সাংগঠনিক সম্পাদক রুবেল নানটু, যুগ্মসাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রবিন, ছফিউল্লাহ প্রত্যয়, সহকারী সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফাতেমা আনিছা, রাইয়ান রহমান, সামাজিক ও সাংস্কৃতিক সম্পাদক রুপা কবির, যুগ্ম সামাজিক ও সাংস্কৃতিক সম্পাদক তানজিল জান্নাত অভি, নাঈমা রহমান প্রীতি, মহিলা বিষয়ক সম্পাদক রাজিয়া কুইন, যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদক লাইজু ইসলাম, রেবেকা সুলতানা শিল্পী, ক্রীড়া সম্পাদক (পুরুষ) নাজমুল ইসলাম হৃদয়, যুগ্ম ক্রীড়া সম্পাদক শফিউল ইসলাম বারী, ক্রীড়া সম্পাদক (মহিলা ) সিনহা এহসান প্রমুখ।
এদিকে উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন জাবিরুল ইসলাম জিলানী, ফেরদৌস রহমান, শাহজাহান সিরাজ, আলাউদ্দিন আহমেদ, ফরিদা মিয়া, এহসানুল কবির, নাসরিন আজিজ ডলি, আশা কবির, রাশেদা হায়দার বিথী, ইফতেখার আহমেদ স্বরণ , নজরুল ইসলাম , আমিনুল ইসলাম জান্নাত প্রমুখ।