ভূমধ্যসাগরে ৪৫ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ

ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় ৪৫ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর৷

দুর্ঘটনায় বেঁচে ফেরাদের উদ্ধৃত করে সংস্থাটি জানায়, এই অভিবাসনপ্রত্যাশীরা টিউনিশিয়ার উপকূল থেকে নৌকায় সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে পৌছানোর চেষ্টা করছিলেন৷ বুধবার সেন্ট্রাল ভূমধ্যসাগরে তাদের নৌকাটি ডুবে গেলে হতাহতের এই ঘটনা ঘটে৷ সংস্থাটির আশঙ্কা, নিখোঁজ এই অভিবাসনপ্রত্যাশীরা নিহত হয়েছেন৷

নিখোঁজ এই অভিবাসনপ্রত্যাশীরা কোন দেশের নাগরিক সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি৷ 

এদিকে ইটালির কোস্টগার্ড গত বুধবার জানায়, তারা সমুদ্রে অভিযান চালিয়ে তারা নয় জন অভিবাসনপ্রত্যাশীর মৃতদেহ উদ্ধার করেছে৷ অভিযানে ২২ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়৷ তাছাড়া এখনো ১৫ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে ইটালির কোস্টগার্ড৷ 

জীবিত উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদেরকে ভূমধ্যসাগরে অবস্থিত ইটালির লাম্পেদুসা দ্বীপে নিয়ে আসা হয়েছে৷ 

আরেক অভিযানে স্পেনের দক্ষিণ-পূর্ব উপকূল থেকে চার অভিবাসনপ্রত্যাশী নারীর মৃতদেহ উদ্ধার করেছে দেশটির মেরিন রেসকিউ সার্ভিস৷ 

স্পেনের দক্ষিণপূর্বাঞ্চলীয় শহরের মুর্সিয়ার প্রশাসন জানায়, শুক্রবার সাগরে ভাসমান রাবারের একটি নৌকা থেকে এই চার নারীর মৃতদেহ উদ্ধার করা হয়৷ কর্তৃপক্ষের ধারণা, নিহত এই চার নারী উত্তর আফ্রিকার কোনো দেশের নগরিক এবং তারা নৌকায় করে সাগড় পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করছিলেন৷ ৷ 

নৌকাটিতে আর কেউ ছিলেন কি না সে বিষয়ে কোনো তথ্য পায়নি কর্তৃপক্ষ৷